Tista Tv
     

তিস্তা টেলিভিশন ও তিস্তা নিউজ বিডিতে দেশের সকল জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। উদ্যোমী পরিশ্রমী সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সৃজনশীল মনন ও মানসে লালিত এবং বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনায় সদাজাগ্রত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত, এমন প্রগতিশীল ভাব ও ভাবনায় দীক্ষিত সংবাদকর্মীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা ও কর্মষ্ঠ হতে হবে। যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত হতে হবে। ইংরেজি সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতক অথবা অধ্যয়নরত প্রার্থীরা অধিকতর গুরুত্ব পাবেন। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগঃ +8801740983512 (হটলাইন)

* রোমিও মাতার ২য় মৃত্যু বার্ষিকী *

| 03-09-2019 | 324 পরিদর্শন

স্টাফ রিপোর্টার, লু্ৎফর রহমান (রিপন)………..

তরুণ শিল্পী, সমাজ সেবক এবং সংগঠক রোমিও মাতা হাজেরা বেগম এর ২য় মৃত্যু বার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর পালিত হলো। অনুসঠানের মধ্যে ছিলো কোর আন খতম,, রংপুর শহরের তিস্তা প্রজেক্ট জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুমার কবর জিয়ারত করা হয়। সব শেষে খাবারের প্যাকেট বিতরন করা হয়। উল্লেখ্য,, গত ২০১৭ ইং তারিখের ৩ সেপ্টেম্বর স্ট্রোক করে রংপুর মেডিকেল কলেজ হাসপালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোমিও মাতার মৃত্যু হয়। শীল্পি রোমিও দেশবাসীর সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, তিস্তা টিভির মাধ্যমে।