Tista Tv
     

তিস্তা টেলিভিশন ও তিস্তা নিউজ বিডিতে দেশের সকল জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। উদ্যোমী পরিশ্রমী সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সৃজনশীল মনন ও মানসে লালিত এবং বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনায় সদাজাগ্রত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত, এমন প্রগতিশীল ভাব ও ভাবনায় দীক্ষিত সংবাদকর্মীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা ও কর্মষ্ঠ হতে হবে। যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত হতে হবে। ইংরেজি সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতক অথবা অধ্যয়নরত প্রার্থীরা অধিকতর গুরুত্ব পাবেন। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগঃ +8801740983512 (হটলাইন)

জলঢাকায় বাকাসস কর্তৃক ০২ (দুই) ঘন্টা কর্মবিরতী পালন,,

| 23-01-2020 | 93 পরিদর্শন

স্টাফ রিপোর্টার মোঃ একরামুল হক

 

জলঢাকায় বাকাসস কর্তৃক ০২ (দুই) ঘন্টা কর্মবিরতী পালন বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেল প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত ৩ য় শ্রেণীর ককর্মচারীদের বেতন বৃদ্ধি ও পদবী পরিবর্তনের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কর্মসূচীর অংশ হিসেবে ২০-০১-২০২০ তারিখ সকাল-৯.০০ হতে ১১.০০ টা পর্যন্ত ০২ ঘন্টার কর্মবিরতি পালন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, জলঢাকা এর কর্মচারীবৃন্দ। উপজেলা শাখার সভাপতি জনাব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুস্টিত সভায় মিজানুর রহমান সিএ কাম- ইউডিএ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জলঢাকা, বলেন মাননীয় প্রধানমন্ত্রী পদবী পরিবর্তনের ও গ্রেড উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিলেও তা বাস্তবায়নে ধীরতা যা অমানবিক ও কর্মচারীদের মনোবল ভেঙ্গে দিয়েছে। হরিপদ রায়, সাঁট মুদ্রাক্ষরিক, সিএ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জলঢাকা, বলেন এ সময়ে পদবী পরিবর্তনের বিষয়ে বলেন মুজিববর্ষের এ সময়ে সরকারের মাঠ পর্যায়ে কর্মরত দুটি গুরুত্বপূর্ণ পদে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) মহোদয় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে দায়িত্ব পালন করে আসছে। উন্নয়ন ও সমন্বয় সাধনের সাথে স্যারদের পাশাপাশি কর্মচারীদের চাকুরীকাল কস্টের সাথে অতিবাহিত হলেও বেতন কাঠামো অত্যান্ত লাজুক। সরকারের উন্নয়কামী চেতনার বাস্তবায়ন ঘটাতে হলে পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক মানবশক্তিকে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে আমরা মনে করি পদবী সহ বেতন স্কেল পরিবর্তন করা হলে কর্মচারীগণ প্রেষিত হবে। মো: ফেরদৌস আলম, অফিস সহকারী , উপজেলা ভূমি অফিস , জলঢাকা, নীলফামারী বলেন যে দেশের কর্মচারীদের চাকুরী জীবনে সম্মান যত উন্নত সে দেশ তত উন্নত হয় । তাহলেই বাস্তবায়িত হবে ক্ষুদা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা ।আরও বিভিন্ন কর্মচারীগণ বক্তব্য প্রদান করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে আগামীতে সকল শান্তিপূর্ন কর্মসূচীতে সকলের অকুন্ঠ সমর্থন আশা করে সভাপতি আজকের কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন। মোঃ ফেরদৌস আলম সম্পাদক বাকাসস, জলঢাকা উপজেলা জলঢাকা, নীলফামারী। মোঃ সিরাজুল ইসলাম সভাপতি বাকাসস, জলঢাকা উপজেলা জলঢাকা, নীলফামারী।