Tista Tv
     

তিস্তা টেলিভিশন ও তিস্তা নিউজ বিডিতে দেশের সকল জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। উদ্যোমী পরিশ্রমী সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সৃজনশীল মনন ও মানসে লালিত এবং বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনায় সদাজাগ্রত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত, এমন প্রগতিশীল ভাব ও ভাবনায় দীক্ষিত সংবাদকর্মীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা ও কর্মষ্ঠ হতে হবে। যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত হতে হবে। ইংরেজি সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতক অথবা অধ্যয়নরত প্রার্থীরা অধিকতর গুরুত্ব পাবেন। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগঃ +8801740983512 (হটলাইন)

নীলফামারীতে “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা,,,,,,,

| 08-01-2020 | 43 পরিদর্শন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীতে জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ এর জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১১ জানুয়ারী জেলাব্যাপী জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০২০ উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন ওরিয়েন্টাশন কর্মশালায় প্রচার প্রচারনার বিষয় আলোচনা করেন। এসময় সিভিল সার্জন জানান, জেলার ৬ টি উপজেলার ২টি পৌরসভা ৬১টি ইউনিয়নে ১৫৮৭ কেন্দ্রে ৩ হাজার ১৭৪ জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬ মাস থেকে ১১মাস বয়সী ২ লক্ষ ৭০ হাজার ৩ শত ২৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্র গুলোর তদারককারী ৫৪৯ জন এবং প্রথম সারীর সুপারভাইজার থাকবে ১৯১ জন। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান।