Tista Tv
     

তিস্তা টেলিভিশন ও তিস্তা নিউজ বিডিতে দেশের সকল জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। উদ্যোমী পরিশ্রমী সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সৃজনশীল মনন ও মানসে লালিত এবং বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনায় সদাজাগ্রত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত, এমন প্রগতিশীল ভাব ও ভাবনায় দীক্ষিত সংবাদকর্মীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা ও কর্মষ্ঠ হতে হবে। যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত হতে হবে। ইংরেজি সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতক অথবা অধ্যয়নরত প্রার্থীরা অধিকতর গুরুত্ব পাবেন। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগঃ +8801740983512 (হটলাইন)

শিলা বৃষ্টি কবলে পড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তর অন্চল,,,

| 02-04-2019 | 300 পরিদর্শন

স্টাফ রিপোটার,, মোঃ রেজাউল করিম ,,,আজ ২রা এপ্রিল রোজ মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশের সীমান্তবতী জেলা লালমনিরহাটের, হাতিবান্দা উপজেলার বড়খাতা ইউনিয়নে প্রবল শিলা বৃষ্টি বর্ষিত হয় ৷ পাথরের ওজন হবে প্রায় ২০০গ্রাম ৷ ক্ষেতের ফসলের মধ্যে ভূট্রা, তামাক সহ ঘর বাড়ি ব্যাপক ক্ষয় ক্ষতি হয় ৷