Tista Tv
     

তিস্তা টেলিভিশন ও তিস্তা নিউজ বিডিতে দেশের সকল জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। উদ্যোমী পরিশ্রমী সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সৃজনশীল মনন ও মানসে লালিত এবং বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনায় সদাজাগ্রত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত, এমন প্রগতিশীল ভাব ও ভাবনায় দীক্ষিত সংবাদকর্মীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা ও কর্মষ্ঠ হতে হবে। যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত হতে হবে। ইংরেজি সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতক অথবা অধ্যয়নরত প্রার্থীরা অধিকতর গুরুত্ব পাবেন। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগঃ +8801740983512 (হটলাইন)

হারানো বিজ্ঞপ্তি, একটি ছেলে হারিয়ে গেছে আদিতমারী থেকে

| 22-04-2019 | 391 পরিদর্শন

লালমনিরহাট জেলা প্রতিনিধি:রফিকুল ইসলাম বাবু – গত ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন থেকে বিকেলে হারিয়ে যায়, নামঃ মোঃ নাজমুল ইসলাম বয়স ১২ এখনও ছেলেটির সন্ধান পাওয়া যায়নি। গত ১৫ এপ্রিল আদিতমারী থানায় জিডি করা হয়। জিডি নং ৬৪১ ছেলেটির বয়স ১২ বছর সে ৫ম শ্রেণীর ছাত্র। ছেলেটির পরিবার গরীব হওয়ায় সে বাবার সাথে বয়লার মুরগির ব্যবসা করতো কোন ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে দয়া করে ০১৭৮০৪৮৯১৩৩ নম্বরে জানানোর জন্য অনুরধ করা হইলো। অথবা নিকটস্হ থানায় জমা দেয়ার জন্য বলা হইলো।