Tista Tv
     

তিস্তা টেলিভিশন ও তিস্তা নিউজ বিডিতে দেশের সকল জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। উদ্যোমী পরিশ্রমী সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সৃজনশীল মনন ও মানসে লালিত এবং বাঙালি জাতিসত্তা ও জাতীয় চেতনায় সদাজাগ্রত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও প্রেরণায় উজ্জীবিত, এমন প্রগতিশীল ভাব ও ভাবনায় দীক্ষিত সংবাদকর্মীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা ও কর্মষ্ঠ হতে হবে। যে কোনো বিষয়ে নূন্যতম স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত হতে হবে। ইংরেজি সাংবাদিকতা বা গণযোগাযোগে স্নাতক অথবা অধ্যয়নরত প্রার্থীরা অধিকতর গুরুত্ব পাবেন। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন। যোগাযোগঃ +8801740983512 (হটলাইন)

ঈদের একাধিক নৃত্যানুষ্ঠানে শরিফ…

| 07-08-2019 | 260 পরিদর্শন

স্টাফ রিপোর্টার একরামুল হক,,,,,

বাংলাদেশর নাচের জগৎতে নিজেকে তুলে ধরার চেষ্টায় শরিফ।শরিফ মুলতো নিজেকে নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন।কারন সে নাচকে মন প্রান দিয়ে ভালোবাসে আর তার নাচের অনুশীলনের কমতি কখনো হয় না।শর্টফ্লিম ও মিউজিক ভিডিওর পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে নিয়মিতভাবে অংশ গ্রহন করে থাকে।এরই ধারাবাহিকতায় এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে একাধিক নাচের অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।শরিফ ছিলেন অসুস্থ তারপরও বলা যার এবারের ঈদে তার ব্যাস্ততম সময় কেটেছে নাচের অনুষ্ঠানের মহড়া ও শুটিং নিয়ে।শরিফ জানান যে এবার মাই টিভি, বাংলা টিভি ও বাংলাদেশ টেলিভিশনে বিশেষ নৃত্যানুষ্টনে অংশ নিয়েছেন তিনি। ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৭ম দিন পযন্ত তার নাচ সম্পচার করা হবে বিভিন্ন টিভি চ্যানেলে।তাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন শরিফ যে আমার প্রান প্রিয় দর্শক আপনারা আমার পাশে সব সময় থাকবেন যাতে করে আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনের পথ চলতে পারি।